কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯ (নয়) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি নির্দেশিকা (সংশোধিত)
আজকে তোমাদের পরীক্ষা শেষ।যারা চান্স পাবা তাদের জন্য পরবর্তী করনিয়ঃ
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯ (নয়) টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসনঃ
**মেধা ও অপেক্ষমাণ তালিকার প্রার্থীকর্তৃক পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়সমূহের অপশন প্ৰদান: ৩১-১০-২০২৪ থেকে ০৪-১১-২০২৪
**মেধা তালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ-----০৯-১১-২০২৪
**মেধা তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি-এর প্রথম অংশ ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা
১০-১১-২০২৪ থেকে ১৪-১১-২০২৪
**প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ-----১৮-১১-২০২৪
**প্রথম অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা ------১৯-১১-২০২৪ থেকে ২২-১১-২০২৪
**দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা
------২৬-১১-২০২৪
**দ্বিতীয়বার অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা------২৭-১১-২০২৪ থেকে ৩০-১১-২০২৪
**তৃতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক ফলাফল প্রকাশ করা-----
০৩-১২-২০২৪
**তৃতীয়বার অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি-এর ০৪-১২-২০২৪ থেকে ০৬-১২-২০২৪ প্রথম অংশ ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি
হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা
**ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে অটোমাইগ্রেশনের পর প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ঐ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত ১০,০০০.০০ (দশ হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করা এর কোনোরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে----------------------- | ০৯-১২-২০২৪ থেকে ১২-১২-২০২৪ |
**বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর তারিখ------স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে
আরও জানতে ভিজিট করুনঃ https://acas.edu.bd/
0 Comments