Admission Notice for MBBS Program 2024-2025 (Medical and Dental Colleges)



Admission Notice for MBBS Program 2024-2025 (Medical and Dental Colleges)

As per the guidelines of the Medical College and Dental College/Unit MBBS and BDS Student Admission Policy 2025, developed by the Bangladesh Medical and Dental Council (BMDC), applications are invited for online admission through the designated portal (http://dgme.teletalk.com.bd). Key details are as follows:

Eligibility Criteria:

  1. Citizenship: Applicants must be Bangladeshi citizens.

  2. Educational Qualifications:

    • HSC/‘A’ Level or Equivalent: Must have passed in 2023 or 2024.
    • SSC/‘O’ Level or Equivalent: Must have passed in 2021 or later.
    • Both examinations must be completed in the Science stream with Biology, Chemistry, and Physics as subjects.
  3. Minimum GPA:

    • Combined GPA of at least 9.00 in SSC/‘O’ Level and HSC/‘A’ Level or their equivalent.
    • For tribal and non-tribal candidates from hill districts: A combined GPA of at least 8.00, with no single exam having a GPA less than 3.50.
  4. Specific Requirements:

    • A minimum grade point of 4.0 in Biology in HSC/‘A’ Level or equivalent is mandatory.

Admission Test Details:

  1. Syllabus and Format:

    • The admission test will follow the HSC syllabus.
    • Exam Composition: 100 multiple-choice questions (MCQs), each carrying 1 mark.
      • Biology: 30 marks
      • Chemistry: 25 marks
      • Physics: 20 marks
      • English: 15 marks
      • General Knowledge (Bangladesh & International Affairs): 10 marks
    • Duration: 1 hour.
  2. Marking Scheme:

    • Correct answers: +1 mark.
    • Incorrect answers: -0.25 marks.
    • Candidates scoring below 40 marks in the written test will be considered unsuccessful for both domestic and foreign MBBS programs.

Merit Calculation:

  1. SSC/‘O’ Level: GPA x 10 = 50 marks (maximum).

  2. HSC/‘A’ Level: GPA x 10 = 50 marks (maximum).

  3. Total Score: Combined marks from the admission test and the above calculation.

  4. Deductions:

    • Previous year HSC/‘A’ Level candidates (2023): 3 marks deducted.
    • Candidates previously admitted to government medical/dental colleges (2023-2024): 6 marks deducted.

Important Dates:

  1. Online Application Starts: December 10, 2024 (10:00 AM).
  2. Application Deadline: December 27, 2024 (11:59 PM).
  3. Payment Deadline: December 28, 2024 (11:59 PM).
  4. Admit Card Download: January 12–14, 2025.
  5. Admission Test: January 17, 2025 (10:00–11:00 AM).

Application Process:

  1. Applications must be submitted online following the instructions on the portal.

  2. Application Fee: BDT 1,000, payable only via pre-paid Teletalk.

  3. Equivalence Certificate for O/A Level Students:

  • Submit a bank draft of BDT 2,000 and apply to the Directorate General of Medical Education (DGME) for equivalence.
  • Required documents: original and certified copies of certificates and transcripts.
  • Deadline: December 15, 2024.
  1. Foreign Educational Background:
  • Certificates must be attested by the respective embassy/high commission and the Ministry of Education/Foreign Affairs in Bangladesh.
  1. Mandatory Test for Studying Abroad:
  • Bangladeshi students wishing to study MBBS abroad must score at least 40 in the national admission test to be eligible for BMDC registration.

Additional Guidelines:

  1. Quotas will follow BMDC's Admission Policy 2025 regulations.
  2. Incomplete or false information will result in cancellation of results/admission at any stage.
  3. Selected candidates must adhere to existing laws, BMDC policies, and institutional regulations.
  4. The decisions of the admission test committee will be final.

For more details, visit:

 

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক প্রণীত 'মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৫' অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন আহবান করা হচ্ছে: 


০১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 

০২. (ক) ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ 'ও' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। 

(খ)প্রার্থীকে এসএসসি /'ও' লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। 

০৩. এসএসসি/ 'ও' লেভেল/সমমান এবং এইচএসসি /'এ' লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। 

০৪. উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ 'ও' লেভেল/সমমান এবং এইচএসসি/ 'এ' লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

 ০৫. সকলের জন্যে এইচএসসি/ 'এ' লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। 

০৬. লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (একশত)। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫; পদার্থবিজ্ঞান ২০; ইংরেজি ১৫; সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ০১ (এক) নম্বর প্রদান করা হবে। কোন প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে। 

০৭. এসএসসি/'ও' লেভেল/সমমান ও এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে: 

(ক) এসএসসি/'ও' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন=৫০ নম্বর (সর্বোচ্চ) 

(খ) এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন= ৫০ নম্বর (সর্বোচ্চ) 

০৮. লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/'ও' লেভেল/সমমান এবং এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। 

০৯. পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ০৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ০৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

 ১০. MBBS ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে।

১১. অনলাইনে আবেদন শুরুর তারিখ   ১০/১২/২০২৪ খ্রি. মঙ্গলবার সকাল ১০.০০ টা

১২. অনলাইনে আবেদনের শেষ তারিখ   ২৭/১২/২০২৪ খ্রি. শুক্রবার রাত ১১.৫৯ মিনিট

 ১৩. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ২৮/১২/২০২৪ খ্রি. শনিবার রাত ১১.৫৯ মিনিট

 ১৪. প্রবেশ পত্র ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করার তারিখ         : ১২/০১/২০২৫ খ্রি. রবিবার হতে ১৪/০১/২০২৫ খি. মঙ্গলবার পর্যন্ত

১৫. ভর্তি পরীক্ষার তারিখ : ১৭/০১/২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত

  ১৬. আবেদন ফরম অনলাইনে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। 

১৭. ভর্তি পরীক্ষার ফি ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। 

১৮. বাংলাদেশি নাগরিক যারা 'ও' লেভেল/সমমান এবং 'এ' লেভেল/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ পূর্বক ID নম্বর নিতে হবে। উক্ত সার্টিফিকেট সংগ্রহ করার সময় 'ও' লেভেল/সমমান এবং 'এ' লেভেল/সমমান পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং সনদপত্রসমূহের প্রদানকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত কপি সাথে আনতে হবে। আবেদনপত্র জমা প্রদানের স্থান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪ (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের ২য় তলা, মহাখালী, ঢাকা)। Equivalence Certificate সংক্রান্ত আবেদন জমা প্রদানের শেষ তারিখ ১৫/১২/২০২৪ খ্রি. 

১৯.বাংলাদেশি নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্রসমূহ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশের জন্য নির্ধারিত দূতাবাস/হাইকমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়/পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা,বাংলাদেশ কর্তৃক আবশ্যিকভাবে সত্যায়িত হতে হবে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নকারী বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীগণ কোনোভাবেই বিদেশী শিক্ষার্থী হিসাবে ভর্তির জন্য বিবেচিত হবেন না। তবে যাদেরদ্বৈত নাগরিকত্ব রয়েছেতারা বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

২০. বাংলাদেশি নাগরিক শিক্ষার্থী এইচএসসি/ 'এ' লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেশের বাইরে এমবিবিএস বা সমতুল্য কোর্সে অধ্যয়ণ করতে চাইলে বাধ্যতামূলকভাবে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক ন্যূনতম ৪০ (চল্লিশ) নম্বর পেতে হবে। অন্যথায় তিনি বিএমএন্ডডিসি'র রেজিষ্ট্রেশনের জন্য বিবেচিত হবেন না।

 ২১. কোটার ক্ষেত্রে বিএমএন্ডডিসি'র 'মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫' এর বিধি-বিধান প্রযোজ্য হবে।

 ২২. পরীক্ষায় অবতীর্ণ/উত্তীর্ণ/নির্বাচিত কোনো প্রার্থীর দেয়া তথ্য (যা ফলাফল নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা/ফলাফল/ভর্তি যে কোনো সময় বাতিল বলে গণ্য হবে।

 ২৩. নিবাচিত শিক্ষার্থীদের ভর্তির পর দেশের প্রচলিত আইন, বিএমএন্ডডিসি'র নীতিমালা ও সংশ্লিষ্ট মেডিকেল কলেজের সিদ্ধান্তসমূহ মেনে চলতে হবে। 

২৪. যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

Post a Comment

0 Comments